স্বাধীনতা আন্দোলনের রহস্যময় ব্যক্তিত্ব আজাদ হিন্দ ফৌজের নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ১০০টি গোপন ফাইল উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন মাস আগে নেতাজির পরিবারের সদস্য ও গবেষকদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গোপন নথি প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিতেই নেতাজির জন্মদিনে তার রহস্যময় জীবন ও আন্দোলন বিষয়ক ১০০টি ফাইলের ডিজিটাল সংস্করণ প্রকাশ করেছেন তিনি। সরকারের কাছে থাকা নেতাজি সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ্যে আনা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি । গত সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা ৬৪টি গোপন ফাইল প্রকাশ করে দেন। তখন থেকেই নেতাজিকে নিয়ে কেন্দ্রের কাছে থাকা গোপন ফাইলগুলি প্রকাশ্যে আনতে মোদী সরকারের উপর চাপ বাড়তে থাকে। একটি ফাইল থেকে জানা গিয়েছে, নেতাজির কন্যা অনিতাকে স্বাধীন ভারতের সরকার পেনশন দেওয়া শুরু করেছিল। স্বাধীনতা সংগ্রামী পরিবার সদস্য হিসেবেই তার মেয়েকে পেনশন দেওয়া হত। তবে ১৯৬৫ সালে নেতাজির কন্যার বিয়ে হয়ে যাওয়ার পর সেই পেনশন বন্ধ হয়ে যায়। আরও অনেক নথি রয়েছে সদ্য প্রকাশিত ১০০টি ফাইলে। সে সব তথ্যও একে একে সামনে আসতে শুরু করেছে। দলিলগুলোর মধ্যে রয়েছে ১৯৪৪ সালে আজাদ হিন্দ ফৌজের হয়ে দেয়া তার স্বাধীনতা ঘোষণার লিখিতরূপ। নরেন্দ্র মোদী নিজের ফেসবুক পেজে এই মহামূল্যবান নথিটি প্রকাশও করেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুক্রবারই জানানো হয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রণালয় যৌথ ভাবে সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন নথি প্রকাশ্যে আনছে । যেখানে যা রয়েছে, সেগুলি একত্র করে আগেই জাতীয় সংগ্রহশালায় পাঠিয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কিছু ফাইল পাঠানো হয়েছে। মোট ১০০টি ফাইলের সংস্কার ও ডিজিটাল সংস্করণের কাজ করা হয়েছে বলেও জানানো হয়। কিন্তু এই ফাইলগুলির মধ্যে ক’টি প্রকাশ্যে আনা হবে, তা আগে থেকে কেন্দ্রীয় সরকার জানায়নি।
কেন্দ্রীয় সরকার নেতাজির গোপন ফাইল প্রকাশ করল
শনিবার,২৩/০১/২০১৬
450