আবার পরাজয় ম্যানচেস্টার ইউনাইটেডের


রবিবার,২৪/০১/২০১৬
718

হারলো ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে পুঁচকে সাউদাম্পটনের সঙ্গে হেরে গেছে রেডডেভিলসরা। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানইউর হারের ব্যবধান ১-০। অভিষেক ম্যাচে বদলি হিসাবে মাঠে নেমেই সাউদাম্পটনের জয়ের নায়ক চার্লি অস্টিন। ম্যাচের শেষ দিকে গোলটি করে ম্যানইউর সমর্থকদের হতাশ করেন তিনি।

অন্যদিকে ঘরের মাঠে স্টোকসিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে চলতি মৌসুমের আলোচিত দল লেস্টার সিটি। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট লেস্টার সিটির। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলে আর্সেনাল। রাতের ম্যাচে ওয়েস্টহ্যামের সঙ্গে জিতে থাকলে দ্বিতীয় স্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানইউ।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ছিল তাই। তবে ৮৭ মিনিটে ম্যানইউর জালে জয়সূচক একমাত্র গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার চার্লি অস্টিন। দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে সাউদাম্পটন। প্রিমিয়ার লিগে ম্যানইউর এটা ষষ্ঠ হার।

অন্যদিকে ঘরের মাঠে ৪২ মিনিটে ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েল ড্রিঙ্কওয়াটারের গোলে এগিয়ে যায় লেস্টার। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমি ভার্ডি (২-০)।লিগে এবারের আসরে ভার্ডির এটা ১৬তম  গোল, লিগের গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। ৮৭ মিনিটে লেস্টারের হয়ে তৃতীয় গোলটি করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনার্দো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট