সামান্য উষ্ণতার ছোঁয়া লাগাতে আগুন জ্বালিয়ে বসে পড়ছেন মানুষজন ঃ উত্তর দিনাজপুর


রবিবার,২৪/০১/২০১৬
749

মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঘন কুয়াশা ও তাপমাত্রার নিম্ন গতিতে জনজীবন স্তব্ধ হওয়ার উপক্রম কালিয়াগঞ্জে। সকালে ও সন্ধ্যের পর থেকে খুব কাজ ছাড়া মানুষ রাস্তায় বেড় হচ্ছেন না।  শীতের তীব্রতার হাত থেকে বাঁচতে, সামান্য উষ্ণতার ছোঁয়া লাগাতে আগুন জ্বালিয়ে মানুষজন বসে পড়ছেন পথ ঘাটের ধারে। এদিন রবিবার ভোর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্য হয়ে ছিল গোটা কালিয়াগঞ্জ শহর। দুপুর পর্যন্ত রোদের দেখা মেলেনি। সকালে ঘন কুয়াশা ও শীতল হাওয়ার হাত থেকে বাঁচতে কালিয়াগঞ্জ শহর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে দেখা যায় মানুষজন আগুন জ্বালিয়ে নিজেকে খানিকটা উষ্ণ করে নিচ্ছেন। আসন্য দিন গুলিতে উষ্ণতা আরও কমার সভাবনা থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষের কপালে এখনই চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। এদিন দুপুর ২টার পর থেকে কিছুক্ষণের জন্য রোদ্রের দেখা মিললেও রোদ্রের উত্তাপ তেমন না থাকায় বিকেল থেকেই হারকাপানো শীতে ফের হিম শিতল হয়ে পড়ে কালিয়াগঞ্জ শহর।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট