করিশমা আবার ছবিতে আসতে চলেছে


সোমবার,২৫/০১/২০১৬
904

অনেকদিন ছবিতে নেই,  এক সময়ের নাম্বার ওয়ান নায়িকা করিশমা কাপুর। শুধু বলিউডই নয়, মিডিয়া কিংবা ছোট পর্দায়ও তার উপস্থিতি নেই বললেই চলে। বরং, গত বছরজুড়ে তিনি আলোচনায় ছিলেন স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার বিষয়টি নিয়ে। দুই সন্তান থাকলেও সঞ্জয়ের সঙ্গে এখন আর থাকছেন না কারিশমা।
বরং, তাকে ডিভোর্স দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন এখন। আর ঠিক এই সময়ে এসে কারিশমা নতুন ঘোষণা দিলেন। আবারও নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন এ অভিনেত্রী। ছবিতে ও বিজ্ঞাপনে এখন থেকে নিয়মিত কাজ করবেন বলে জানান তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি বড় বাজেটের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন কারিশমা। ওয়াটার পিউরাফাইড ব্র্যান্ড ব্লু মাউন্টের শুভেচ্ছা দূত হয়েছেন তিনি। এরই মধ্যে এর বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন তিনি। এ বিষয়ে কারিশমা কাপুর বলেন, আবারও কাজ শুরু করলাম। অনেক ছবি ও বিজ্ঞাপনের প্রস্তাব এতদিন ছিল। কিন্তু সংসারের খাতিরে তা করিনি। তবে এবার ব্লু মাউন্টের প্রস্তাবনাটা বেশি ভালো লেগে গেলো। তাই এর শুভেচ্ছা দূত হয়েছি। তাছাড়া কয়েকটি ছবির স্ক্রিপ্টও হাতে আছে আমার। ভেবে দেখছি কি করব।
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট