৬৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হেমতাবাদে চলছে অনুশীলন


মঙ্গলবার,২৬/০১/২০১৬
677

৬৭ তম প্রজাতন্ত্র দিবসে হেমতাবাদে প্যারেট ও কুজকাওয়াজে নজর কাড়বে জেলা বাসীর।  হেমতাবাদে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এত বড় আকারের অনুষ্ঠান এর আগে কখনও আয়োজন করা হয়নি।  এই প্রথমবার হেমতাবাদ মর্নিং ক্লাবের পরিচালনায় ও হেমতাবাদ থানার সহযোগিতায় হেমতাবাদ থানা মাঠে প্রজাতন্ত্র দিবস উজ্জাপন উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। ৬৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মাসখানিক ধরে হেমতাবাদ ব্লকের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির ছাত্র ছাত্রীরা রেওয়াজ করে চলেছে। আগামিকাল সকালে ট্যাবলো সাজিয়ে ও  বিদ্যালয় গুলির প্লাগ ফেস্টুন হাতে নিয়ে গোটা মাঠ পরিক্রমা করা হবে। থাকবে বুলেট গাড়িও। প্রজাতন্ত্র দিবসে থানা মাঠে পতাকা উত্তোলন করবেন হেমতাবাদের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মণ্ডল। উপস্থিত থাকবেন, হেমতাবাদ থানার আইসি মনজিত দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও ক্লাবকর্তারা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অংশগ্রহণকারিদের আহারের ব্যবস্থাও করবে হেমতাবাদ মর্নিং ক্লাব।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট