নিজস্ব সংবাদদাতা, বসিরহাটঃ ২রা ফেব্রুয়ারী মঙ্গলবার হঠাৎ জানা যায় স্কুলের জঙ্গির প্রবেশ হয়েছে পড়–য়াদের অপহরণের জন্যে। ঘটনাটি ঘটেছে, বসিরহাটে রজনীকান্ত প্রাথমিক স্কুলে। স্কুলের কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, স্কুল শিক্ষাদপ্তরের এক আধিকরীকের কাছ থেকে তারা এই খবরটি পেয়েছিলেন, পড়ুয়াদের অপহরণ হতে পারে জঙ্গিদের হাতে। বিস্তারিত জানুন আমাদের মাসিক পত্রিকাতে ।
জঙ্গি আসবে বুঝি, চিন্তিত বসিরহাট স্কুল
বৃহস্পতিবার,২৮/০১/২০১৬
568

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: