সুপ্রিমকোটের নির্দেশে ক্ষমা চাইলেন গোবিন্দা । সন্তোষ রায় নামে এক ব্যক্তিকে চড় মারার জন্যে এই ক্ষমা চাওয়া। মানি হ্যা তো হ্যানি হ্যা ছবির সেটে ব্যক্তিটির সাথে খারাপ ব্যবহার করেন তিনি। বম্বে হাইকোটে গোবিন্দার নামে মামলা করেন তিনি । সেই কারণে আদালতের সিদ্ধান্তে ক্ষমা চাইলেন গোবিন্দা।
গোবিন্দা চাইলেন ক্ষমা
মঙ্গলবার,০৯/০২/২০১৬
806