নিজস্ব সংবাদদাতা, হাড়োয়া, ১৬-০৪-২০১৬| প্রচন্ড গরম থাকলেও সাধারণ মানুষের কথা ভেবে ভোটের গুরুত্ব কী তার বহু মূল্যবান বার্তা পৌছে দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাড়োয়া বিধানসভার প্রার্থী সেখ হাজী নুরুল ইসলাম মহাশয়কে ভোটের শুভেচ্ছা এবং তাকে ভোট দেওয়ার জন্যে জণগণের কাছে আহ্ববান জানান। তাকে দেখার জন্যে বহু দূর থেকে বহু মানুষ এসেছিলেন। তার কথা শোনার জন্যে ভোট সম্পর্কীত মূল্যবান বক্তব্য শোনার জন্যে। এই ভোট প্রচারের মঞ্চে উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার ২০১৬ প্রার্থী জনাব হাজী নুরুল ইসলাম সাহেব মহাশয়, প্রাক্তন জয়ী বিধানসভার প্রার্থী জনাব জুলফিকার আলি মোল্ল্যা মহাশয়, হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল খালেক মোল্ল্যা মহাশয়,জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মধক্ষ শ্রী নারায়ন গোস্বামী মহাশয়, এবং বিভিন্ন কর্মধক্ষগণ ও তৃণমূল সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ।
হাড়োয়াতে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
শনিবার,১৬/০৪/২০১৬
800

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: