এটা ছিল রবিবার টাকা বাতিলের। তাই বাঙালীর রবি ভোজন বিলাশে অস্বস্তি¡র মধ্যে পড়তে হল। রবিবারের দুপুরে ভাতে মাংসের ঝোল যেন ওতপ্রোত। কিন্তু টাকার এই সঙ্কটে কেউ কেউ মাংস কিনতেই পারলেন না। কেউ কিনলেন কিন্তু পরিমানে কম। এক মাংস বিক্রেতা বললেন প্রতি রবিবারে তিনি ৯০ কেজির উপর মাংস বিক্রি করেন কিন্তু এবারে মাত্র ২০ কেজির বেশী মাংস বিক্রি করতে পারেনি। তাই ব্যবসায়িক ছাড়াও সাধারণ ভোজন সৌখিন মানুষদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। রবিবারটা থাকে বিলাসবার কিন্তু টাকা বাতিলের জন্যে বিলাস বার আর থাকলো না।
Auto Amazon Links: No products found.