নিজস্ব সংবাদদাতা- সাবধান আপনাকে! ক্রমাগত এটিএম থেকে টাকা তুলা বিপদ আনতে পারে। দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের বিভিন্ন প্রয়োজনে টাকার দরকার পরে তার জন্যে আমাদের বার বার এটিএম থেকে টাকা তুলতে যেতে হয়। কিন্তু আপনি কী যানেন এই এটিএম থেকে টাকা বারবার তুলা আপনাকে কঠিন রোগের মধ্যে ফেলতে পারে। ১০০ টাকার অভাব এদিকে হাজার টাকার বেশী তুলা যাবে না এটিএম এ তার জন্যে বিভিন্ন ব্যাঙ্কের এটিএম এ গিয়ে বার বার টাকা তুলতে হচ্ছে। গবেষকরা মারাত্মক বিপদের ভয় দেখছেন এই বার বার টাকা তুলা। গবেষকররা মনে করছেন যে এটিএম মেশিনের বোতাম টিপলে টাকা পেয়ে যাচ্ছেন, এই বোতাম গুলির মধ্যে দিয়ে আপনার হাত হয়ে দেহে চলে আসতে পারে নানা ধরণের জীবাণু।
এমকি যৌনরোগের জীবাণু পর্যন্ত। যুক্তরাষ্ট্রে গবেষকদের মতে, এটিএম এর কীপ্যডে বিভিন্ন উৎস থেকে আসা জীবাণু থাকতে পারে। যেগুলি রান্নাঘর, বালিশ, টেলিভিশন রিমোর্ট ইত্যাদি থেকে আসছে।
সাবধান আপনাকে! ক্রমাগত এটিএম থেকে টাকা তুলা বিপদ আনতে পারে
শুক্রবার,২৫/১১/২০১৬
2745

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: