কন্যাশ্ৰী দিবস


শনিবার,২২/০৭/২০১৭
966

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

কন্যাশ্ৰী দিবস
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

—————————————————-

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

১৪ ই আগস্ট কন্যাশ্রী দিবস তবে
আসিছে ২৫ শে জুলাই কন্যাশ্ৰী দিবস
উৎযাপনের কারনে আয়োজিত
অনুষ্ঠান ব্লকে ব্লকে ।
উৎসাহ দেবার উদ্দেশ্যে
কন্যা সহ নারী সমাজকে।
নারী কখনো কন্যা ,কখনো মা
নারী করে সেবা সমাজের লাগি।
মাদার টেরেসা রয়েছে তার জলন্ত নিদর্শন।
তবু দেখি অত্যাচারিত লাঞ্ছিত
পদদলিত হয়ে থাকে কোথাও কোথাও
অসভ‍্য বর্বর কিছু মানবের নিকটে।
জন্ম দিয়েছে তাদের নারী সমাজের কেউ
তবুও করে অত্যাচার তাদের।
তাই মনে জাগে, ভুলে অসুর যেন জন্মেছে মানব রূপে।
তাই যাকে পাই অত্যাচার করে।
অত্যাচার দেখে দেখে
নারী সমাজের কারো মনে
প্রশ্ন জেগেছে ঐ—
যদি শিক্ষার আলো আনোয়ন করা যায়
নারী সমাজের মাঝে
দেখিতে পাবে সমাজের অন্ধকার নিজ নয়নে।
প্রতিবাদে গর্জে উঠিবে ঐ
ঝাঁসি রানী লক্ষ্মী বাই এর মত করে।


( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট