পাস‌পোর্ট করার ক্ষে‌ত্রে জন্ম সা‌র্টি‌ফি‌কেট জরু‌রি নয়


সোমবার,২৪/০৭/২০১৭
469

নিজস্ব সংবাদদাতা---

ভারতীয় প‌সে‌পোর্ট করার ক্ষে‌ত্রে এখন থে‌কে জন্ম সা‌র্টি‌ফি‌কেট জরু‌রি নয় । অ‌নেক দিন থে‌কেই এই নি‌য়ে বি‌ভিন্ন দিক থে‌কে অ‌ভি‌যোগ অাস‌ছিল । বি‌শেষ ক‌রে যা‌দের জন্ম সা‌র্টি‌ফি‌কেট নেই , তা‌দের প‌ক্ষে প‌সে‌পোর্ট করা খুবই সমস্য ছিল । তার প‌রে জন্ম সা‌র্টি‌ফি‌কেট থাক‌লেও সেখ‌া‌নে না‌মের ভুল বা জন্ম ত‌া‌রি‌খের ভুল ইত্যা‌দি ত‌থ্যের সাথে ভোটার কা‌র্ডে মিল না থাকায় সমস্যা অারও বাড়‌ছিল ।


ভারত সরকা‌রের এখন সমস্ত ক্ষে‌ত্রে অাধার কা‌র্ডের অন্তভু‌ক্তির কার‌নে প‌সে‌পোর্ট করার ক্ষে‌ত্রেও অাধার কার্ড‌কে প্রাধান্য দেওয়া হল । অাগষ্ট ২০১৭ থে‌কে ভারতব‌র্ষের সকল নাগ‌রিক অধার কার্ড ব্যবহার ক‌রে প‌সে‌পোর্ট জন্য অা‌বেদন কর‌তে পার‌বেন । এক্ষে‌ত্রে অাধার কা‌র্ডের তথ্য‌কে জন্ম তা‌রিখ হিসা‌বে ধরা হ‌বে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট