বি‌জে‌পির হা‌তে অারও এক‌টি রাজ্য – মুখ্যমন্ত্রী প‌দে নী‌তিশ কুমার


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
572

নিজস্ব সংবাদদাতা: ষষ্ঠ বারের ম‌তো বিহা‌রের মুখ্যমন্ত্রী প‌দে নী‌তিশ কুমার, ২৪ ঘন্টার টান টান উত্তেজনা ও নাট‌কের পর লালুপ্রসাদ যাদ‌বের পা‌টি অার‌জে‌ডি এর সা‌থে সম্পর্ক ছিন্ন ক‌রে বিহা‌রের মুখ্যমন্ত্রী প‌দে ইস্তফা দেওয়ার পর বি‌জে‌পির সমর্থ‌নে ষষ্টবা‌রের ম‌তো ‌বিহা‌রের মুখ্যমন্ত্রী হ‌লেন নী‌তিশ কুমার । অাজ সকাল ১০ টাই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপা‌ঠি নী‌তিশ কুমার‌কে শপথ বাক্য পাঠ করান ।

অাগা‌মি ২ দি‌নের ম‌ধ্যে ম্যা‌জিক ফিগার নূন্মতম ১২২ জন বিধায়‌কের সমার্থন পত্র রাজ্যপাল‌কে দি‌তে হ‌বে । বি‌জে‌পির হা‌তে অারও এক‌টি রা‌জ্যের অন্তভু‌ক্তি হল বলা যায় ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট