বাংলার ছয় ঋতু
মোহাঃ বেলালাউদ্দিন মন্ডল

———————————————–

গ্রীষ্মের তাপদগ্ধ পরিবেশ
অতিষ্ট করে তুলে এ জীবন
স্মরণ করিয়ে দেয় জলের অপর নাম জীবন।
জলপান করে মিটায় প্রাণের জ্বালা ।
আসে জলের ঘাটতি পূরণ করে
ঐ বর্ষার,ঝীরি ঝীরি বৃষ্টি পড়ে তারি মাঝে
রাস্তা,ঘাট,মাঠ কর্দমাক্ত হলেও
জীবনের সৃষ্টির মূল্যটুকু রয়েছে তারি মাঝে।
তাই আনন্দে মত্ত হয় ,ব‍্যাঙ ,চাষী
সহ বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীকুল।
আনন্দ বজায় রেখে আগমন শরৎ এর।
শরৎ এ আসে হিমের পরশ
উৎসবে মেতে যায় মোদের ঐ জীবন।
আকাশ ও দেখি সঙ্গ দেয় ঐ
পেজা তুলোর মতো সাদা মেঘ আনয়ন করে।
ভূবন ফোলায় খুশিতে সাদা কাশফুল
ঘাসের ঐ বনে বনে ।
মানব আজি দুঃখ ভুলে মিলে ভাতৃত্বের বন্ধনে।
পরেই আগমন হেমন্তের
জীবন অতি শান্ত প্রস্তূতে ব্যাস্ত
শীত ভোগ ও প্রতিরোধের জন্য।
কেননা দরিদ্র কাটাই অতি কষ্টে শীত ঋতুতে
শীত প্রতিরোধে লাগে রকমারি পোশাক আর সরঞ্জাম।
তবে শীত উৎপন্ন হয় হাজারো ফসল
যাতে বেঁচে থাকে জীবনের জয়গান।
তাই পরে পরেই কোকিলের
কূহু কূহু ডাকে শুরু বসন্তের।
বসন্ত মানে চির সুখ দেখো
তোমার ঐ সুন্দর জীবনে
যৌবন ঐ বসন্তের ন‍্যায়।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

3 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

3 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

3 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

3 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

3 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: