দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হয়েছি কি?


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
668

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হয়েছি কি?
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

————————————————-

চলে গেছে ইংরেজ আর
সাম্রাজ্যবাদী শক্তি দেশ হতে।
তবে তাদের জন্য গিয়েছে কত প্রাণ
কত বীর ঝরিয়েছে রক্ত দেহ হতে।
বলিদান দিয়েছে তাদের অমূল্য জীবন
যেন চিতায় শায়িত করেছে নিজেকে জ্যান্ত অবস্থায়
কেবল ফোটাতে হাসি দেশবাসীর।
মুক্ত করতে চিরতরে দাসত্বের শৃঙ্খলের
তাদের কঠোর পরিশ্রম ও কার্যের গুনে
প্রথম স্বাধীনতা লাভের ঐ দিনে হাসিলো দেশবাসী।
তবে শোনা যায় অন্য কথা দেশবাসীর নিকটে
দেশের মধ্যে রয়েছে হাজারো রাজনৈতিক দল।
তাহারে একে অন্যকে এমনি চোখে দেখে
যেন দেশের মধ্যে রয়েছে হাজারো বিদেশী
একজন সুবিধা হতে বঞ্চিত করে অপরকে।
রক্ত ঝরাতে কুন্ঠিত বোধ করেনা কখনো কখনো
তবে এত ঘৃণার মধ্যে কেমনে মিলিলো মুক্তি
ঐ দাসত্বের শৃঙ্খল হতে,তাই
প্রশ্নের চিহ্ন থেকে যায় মোদের অন্তরে।
হে দেশবাসী জাগো জাগো জাগো
দেখো দেখো ও অন্যকেউ নয় মোদের এক অধিবাসী।
তবে কেন কর ঘৃণা ঐ বিদেশি শক্তির ন্যায়
তারও চাওয়া পাওয়া রয়েছে
স্বাধীন দেশের নিকটে
যাকে ভালবাসে মায়ের মতো করে।
মায়ের নিকট সকল সন্তান সমান
তুমিও জানো,আমিও জানি
জানে সকল বিশ্ববাসী
তবে কেন কর এমন কর্ম
যাতে প্রশ্ন জেগে যায়
দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হয়েছি কি?

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট