মীরজাফরের DNA হতে মুক্তি


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
921

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

মীরজাফরের DNA হতে মুক্তি
মোহাঃ বেলালাউদ্দিন মন্ডল

————————————————-

লোভের বশবর্তী হয়ে মীরজাফর
হাত মিলিয়ে ছিল ঐ বিদেশি শক্তির সহিত।
সর্বনাশ করেছিল দেশের ভবিষ্যৎ।
হাজারো বছর পিছিয়ে গেছে মোর প্রিয় দেশ
ভুক্তভোগী হয়েছিলাম দুইশত বছর
পড়েছিলাম গলায় পরাধীনতার শৃঙ্খল।
মুক্ত করতে গিয়েছিল হাজারো বীরের প্রাণ।
কত নারী হয়েছিল বিধবা
কত মা হারিয়েছিল তাঁর প্রিয় সন্তান।
অস্রু ,রক্ত ঝরিয়ে বহু বীর ফিরিয়েছে সন্মান।
ঐ স্বাধীনতার দিনে পরাধীনতার শৃঙ্খল হতে
মুক্ত হয়েছিলাম আমরা
হেসেছিলাম অন্তর হতে দুইশত বছর পরে।
তবে দেখি এখনো কিছু মানবের
অন্তরে মীরজাফরের DNA কাজ করে।
দেশকে ভাগ করিতে চাই অনবরত
তাই ভয় মনে,পরিতে হয় যদি পরাধীনতার শৃঙ্খল
ঐ মীরজাফরের DNA এর প্রভাবে।
কে আছো মহান এগিয়ে আসো
নষ্ট করো ঐ মীরজাফরের DNA
আন্টি ভাইরাস প্রয়োগ করে।
নইলে আবার পরতে হতে পারে পরাধীনতার শৃঙ্খল।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট