পায়রা


মঙ্গলবার,০১/০৮/২০১৭
695

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

পায়রা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

অনন্তকাল হতে প্রচলিত কথা
তুমি হলে সুখের বাহক
তুমি হলে ঐ পায়রা।
তুমি বসবাস করো
ঘরের কোটরে কোটরে
দেখি দলবদ্ধ পাখি তোমরা।
কখনো দেখি উড়ে চলেছো
ঐ দূর প্রান্তে খাবারের সন্ধানে
আবার ফিরে আসো ঐ গোধূলী বেলায়
দিনের ঐ অন্তিমকালে।
অতীত কালে পত্র বাহক
রূপে করেছো সেবা মানবের
তুমি পায়রা।
তাইতো তোমায় সকলে
এতো ভালোবাসে।
রাজা মহারাজা বাদশা
সকলে তোমার পালন করে।
তোমার ঐ সুমিষ্ট ডাক
বাক বাকুম বাকুম
অতি মধুর লাগে।
তুমি পায়রা হরেক
রঙের সমাহারে পূর্ন পালক
উজ্জ্বলতায় ভরিয়ে তোলে প্রাসাদ
অট্টালিকা।
তুমি সকলের নয়নের মনি
তুমি পায়রা।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট