উত্তর ২৪ পরগাণার রাজারহাট ব্লকের ব্যবস্থাপনায় দশ দিনের সাইবার সচেতন শিবির


বুধবার,০২/০৮/২০১৭
1279

সত্য‌জিৎ মন্ডল---

উত্তর ২৪ পরগাণার রাজারহাট ব্লকের ব্যবস্থাপনায় দশ দিনের সাইবার সচেতন শিবির। শিবিরের শুভ সূচনা হয় ২রা আগস্ট মঙ্গলবার, অম্বিকা সৌদামিনি বালিকা বিদ্যালয়ে। বিগত কিছু বছর আগে শৈশব উতরে বাল্যে পদার্পণ করা মানে বাবা মায়ের কাছে বকা শোনা, ‘সারাদিন খেলা করলে হবে, পড়তে বসতে হবে না?’ সেদিন আজ অতীত। এখন আবালবৃদ্ধবণিতা প্রত্যেকে খেলনা ছেড়ে পেতে চায় হাতে একটা স্মার্ট ফোণ। সুযোগ হয়েছে স্বল্প খরচে পৃথিবীটাকে স্যাটেলাইট আর মোবাইল এর হাতে বন্ধি করতে। সাইবার এর উপর মানুষ নির্ভরশীল হয়ে পরেছে। নেট ব্যঙ্কিং, বিল পেমেন্ট, মানি ্ট্রান্সপার, রির্চাজ প্রভৃতি এখন নেটের মাধ্যমে এতটুকু সময়ের মধ্যে সমাধান করা যায়। সবাই সেই সুযোগও নিতে চায়। আর এখানেই প্রবেশ সাইবার ক্রাইমের। দিন দিন বেড়ে যাওয়া এই সাইবার ক্রাইম থেকে ছাত্র ছাত্রী কে সচেতন করতে ্রাজারহাট ব্লক দশ দিনের সাইবার সচেতন শিবিরের আয়োজন করেছে। দায়িত্বে জয়েন্ট ব্লক উন্নয়ন আধিকারিক(Jt BDO) এইস আলী। রাজারহাট এলাকার মোট এগারোটি হাইস্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সচেতন করবে এই শিবির।

প্রথম দিনে অম্বিকা সৌদামিনি বালিকা বিদ্যালয় এবং বিষ্ণুপুর স্যার রমেশ স্কুল কে বেছে নেওয়া হয়েছে। স্কুল দুটিতে ছাত্র ছাত্রীদের উপস্থিতি নজর কারার মত ছিলো। প্রধান আয়োজক এইস আলী বলেন, ছাত্র ছাত্রীদের মধ্যে বর্তমানে মোবাইল ইন্টারনেটের ব্যবহার এত বেশী পরিমানে বেড়েছে যে সাইবার ক্রাইমের প্রভাব ওদের উপর আগেই পরছে, তাই ওদের কে সচেতন করতে আমাদের এই শিবির। শিবিরের সার্বিক সাফল্য কামনা করেছেন বিডিও অনির্বাণ দত্ত মহাশয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট