Categories: রাজ্য

নাই‌ডের পূর্ব‌নির্ধা‌রিত সে‌মিনার Invitation to Success বা “সাফ‌ল্যের জন্য অা‌মন্ত্রন” এর অভাবনীয় সাফ‌ল্য

গত ৩০শে জুলাই ২০১৭ , র‌বিবার, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিটাল এডুকেশন বা নাই‌ডের পূর্ব‌নির্ধা‌রিত সে‌মিনার Invitation to Success বা “সাফ‌ল্যের জন্য অা‌মন্ত্রন” শীর্ষক সে‌মিনার হ‌য়ে গেল ইনস্টিটিউট অব ডিজিটাল এডুকেশন বা নাই‌ডের মা‌লি‌তিপুর সেন্টা‌রের পাশ্ববর্তী অল হেরা মিশ‌নের সভাক‌ক্ষে ।

এই নি‌য়ে নাই‌ডের চেয়ারম্যা‌নের কা‌ছে জান‌তে চাওয়া হ‌লে তি‌নি ব‌লেন , সে‌মিনার শুরু হওয়ার মাত্র ১০ দিন অা‌গে অামরা শধুমাত্র ডি‌জিটাল মি‌ডিয়ার মাধ্য‌মে প্রচার শুরু ক‌রি । সে‌মিন‌ারটি বিষয় এমন ছিল যে এর পূ‌র্বে এই ধর‌নের সেমিনার ব‌সিরহাট সাব ডি‌ভিশ‌নে কোন দিন অনু‌ষ্ঠিত হয়‌নি । তাই অনুষ্ঠা‌নের সফলতা নি‌য়ে একটু চিন্তা ছিল । অামরা অাশা ক‌রে‌ছিলাম ১৫০ থে‌কে ২০০ জন উপ‌স্থিত খাক‌বে কিন্তু শুরুর সা‌থে সা‌থে লোকজন বাড়‌তে থা‌কে , এক সময় রে‌জি‌ট্রেশান গি‌য়ে দাঁড়ায় ৩১৪ তে । যার ফ‌লে সে‌মিনার হ‌লের ম‌ধ্যে সবার স্থান দেওয়া অসম্ভব হ‌য়ে প‌ড়ে । অ‌নে‌কেই বসার জায়গা না পে‌য়ে হ‌লের ম‌ধ্যে দাঁড়ি‌য়ে পু‌রো সে‌মিনার দে‌খে ।

সে‌মিনার দে‌খে সবাই এক বা‌ক্যে স্বীকার ক‌রে যে এই ধর‌নের সে‌মিনার বা অনুষ্ঠান তারা অ‌গে কখনও দে‌খে নি । প্রথম সে‌মিনা‌রের এই অভাবন‌ীয় সাফ‌ল্যের পর নাইড পরব‌র্তি‌তে প‌শ্চিমব‌ঙ্গের বি‌ভিন্ন গ্রাম ও শহ‌রে করার প‌রিকল্পনা অা‌ছে । বি‌শেষত অামা‌দের উদ্দেশ্য গ্রা‌মে এই ধর‌নের সে‌মিনার বে‌শি ক‌রে করা , তার কারন শহ‌রে এই ধর‌নের সে‌মিনার হ‌লেও গ্রা‌মে হয় না , তাই অামরা গ্রা‌মের ছে‌লে মে‌য়ে‌দের এই সে‌মিনা‌রের সু‌বিধা দি‌তে চায় এবং তাও সম্পূর্ন বীনামূ‌ল্যে । ‌যে‌হেতু সে‌মিনার‌টি বীনামূ‌ল্যে , তাই বাংলা এক্স‌প্রে‌সের মাধ্যমে প‌শ্চিমব‌ঙ্গের সকল বেসরকা‌রি ও সরকারি স্কুল ক‌লেজ কে অহ্বান জানা‌চ্ছি যে তারা অামা‌দের সা‌থে যোগা‌যোগ কর‌তে পা‌রে তা‌দের স্কুল , ক‌লেজ বা যে কোন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নে এই ধর‌নের সে‌মিনার অা‌য়োজন কর‌তে ।


‌সে‌মিনা‌রের অার এক উদ্যক্তা মেকাস স্যুলুশনস এর কর্নধার তথা মো‌টি‌ভেসানাল স্পিকার কৈৗ‌শিক দা‌সকে এই ধর‌নের সে‌মিনা‌রের প্র‌য়োজনীয়তা সম্প‌র্কে জান‌তে চাওয়া হ‌লে তি‌নি ব‌লেন , জীবন সফল হওয়ার জন্যে কতগুলি শর্তপূরণ করতে হয়। সময়টাকে কীভাবে সঠিকভাবে কাজে লাগানো হয়, তা শেখানো হয়। তাই জীবনে সফল হতে, জীবনের বাস্তব চরিত্রকে বুঝতে
এই ট্রেনিং এর বিকল্প নেই।

‌সে‌মিনা‌রের শে‌ষে সে‌মিনা‌র সম্প‌র্কে ছে‌লে মে‌য়েদের মতবাদ জানার জন্য ফিড ব্যাক ফর্ম এর মাধ্য‌মে জান‌তে চাওয়া হয় । যার ফলাফল অভাবনীয় সাফ‌ল্যের প্রমান ।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিটাল এডুকেশন বা নাই‌ডের পক্ষ থে‌কে এই সে‌মিনা‌রে উত্তর ২৪ পরগনার বি‌ভিন্ন সেন্টা‌রের ডাইরেক্টরাও উপ‌স্থিত ছি‌লেন,  সে‌মিনা‌রে উপ‌স্থিত সবাই‌কে সা‌র্টি‌ফি‌কেট প্রদান করা হয় ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: