রাজারহাটের পিচের রাস্তা এখন ইটের


শনিবার,০৫/০৮/২০১৭
1570

সত্য‌জিৎ মন্ডল---

বিগত কিছুদিন ধরে রাজ্যের বেশ কিছু জেলাতে বন্যাগ্রস্ত মানুষের বিপর্যয়ের ছবি প্রকাশ্যে এসেছে। বায়ুসেনা, কপ্টার, রাজ্য প্রশাসনের ঐকান্তিক ইচ্ছা, চেষ্টায় মানুষ ধীরে ধীরে সাধারণ জনজীবনে ফিরছে। যদিও সমস্যা এখনও আছে। সমাধানও হবে আশা করা যায়। কয়েকদিনের বৃষ্টিতে কিছু জেলার করুণ অবস্থার পাশাপাশি কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকাতে জল জমে ছিলো। সাধারণ মানুষ চরম দুরবস্থার সম্মুখীন হয়েছিলো। যদিও প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়াতে সম্মুখ সমস্যা থেকে রেহায় পাওয়া সম্ভব হয়েছে। কদিনের বৃষ্টিতে রাজারহাটের একটি বড় অংশ জলময় হয়ে উঠেছিলো। নিত্য অফিস যাত্রী, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সমস্যায় পড়েছিল। প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি এখন অণুকুলে। রাতারাতি জলজমা এলাকাতে পাম্প বসিয়ে জল নিকাষের ব্যবস্থা করেছেন। ইট বিছিয়ে চলার অযোগ্য রাস্তা সচল করেছেন। যদিও কিছু মানুষের আক্ষেপ ‘পিচের রাস্তা এখন ইটের হয়েছে। সমস্যা আর বাড়বে’।

অপরদিকে জলজমা এলাকার এক ব্যবসায়ি মৃন্ময়বাবু বলেন আমরাতো দোকানেই আসতে পারছিলাম না, বাড়িতে যেতাম কত ঘুড়ে ঘুড়ে, এখন তবুও দোকান খুলতে পারছি। প্রায় একই জায়গাতে থাকা কেবল বডব্যান্ড অফিসের কর্মি সুশান্ত মজুমদার, শঙ্কু চক্রবর্তী, শুভ বিশ্বাস রা বলেন আমাদের তো অফিসে আসতেই হবে, এত জলে ভিজে ডুবে অফিস আসতে খুব সমস্যা হচ্ছিল। এখন জল কমায় এবং গর্ত হয়ে যাওয়া রাস্তা ইট দিয়ে হোক আর যাই দিয়ে হোক চলার উপযোগি করাই আপাতত খুশি। আশা করবো পরবর্তিতে রাস্তা পুরানো চেহারাতে ফিরবে। বিষয়টি নিয়ে রাজারহাট ব্লক উন্নয়ন আধিকারিক অনির্বাণ দত্ত মহাশয়ের কাছে জানতে চাইলে তিনি কেডিট সম্পূর্ণ PWD কে দিয়েছেন।

ভি‌ডিও

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট