আগামী ৫ বছরে শিক্ষার হার দাঁড়াবে ১০০% এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভডেকার। সরকারি ও বেসরকারি স্কুলের সহযোগিতার মাধ্যমে গড়ে উঠবে নুতন ভারত। দুবাইযের জেমস শিক্ষা গোষ্ঠীর সহযোগিতায় রাজস্থান সরকারের উদ্যোগে একটি শিক্ষা মেলার আয়োজন করা হয় গত শনিবার, যার উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভডেকার। তিনি বলেন আমাদের লক্ষ্য আগামী ৫ বছরে শিক্ষার হার দাঁড়াবে ১০০%।যার জন্য তিনি বলেন এতে পড়ুয়াদের একশো শতাংশ সহযোগিতার প্রয়োজন আছে। স্কুল পড়ুয়াদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা, তাদের নিরক্ষর বাবা মা দের স্বাক্ষর করে তুলতে পারে। মন্ত্রী এক পরিসংখ্যান তুলে এও বলেন যে স্বাধীনতা র সময় শিক্ষার হার ছিল ১৮%. যা এখন এসে দাঁড়িয়েছে ৮০% এবং আগামী ৫ বছরে তা হয়ে দাঁড়াবে ১০০%।
শিক্ষার মান সঠিক বজায় রাখতে গেলে স্কুল ছুট পড়ুয়াদের সংখ্যা কমাতে হবে। পাশাপাশি তাদের পঠনপাঠন এর বিষয়টা এমন হয যাতে তারা সহজে একটা আগ্রহী মনোভাব গড়ে তুলতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী সমস্ত অনুষ্ঠান টি আয়োজন করার জন্য এক গুচ্ছ অভিনন্দন জানান রাজস্থান সরকার কে।
Auto Amazon Links: No products found.