এবার বাজারে আসছে অ্যাপল আইফোন ৮


সোমবার,০৭/০৮/২০১৭
777

‌ডি‌জিটাল ডেক্স---

আইফোন নিয়ে শোরগোল এর শেষ নেই। আইফোনের নুতন মডেল কবে আসছে তা নিয়ে দিন গুনছে গ্রাহকরা। এবার সব ধারনায জল ঢেলে সেপ্টেম্বর মাসে বাজারে আসছে আইফোন এইট। এমনটাই জানাল আইফোন কতৃপক্ষ। অ্যাপল ২০১০ সালে রেটিনা ডিসপ্লে যুক্ত আইফোন বাজারে আসে। তবে আরও উন্নত মানের রেটিনা ডিসপ্লে যুক্ত আইফোন আসছে বাজারে। যা আপনার চেহারা দেখলেই স্মার্ট ফোন আনলক হয়ে যাবে।
তবে টাচ আইডি আর নুতন ও এল ই ডি ডিসপ্লে ব্যাবহারে খুত খুঁজে পাওয়ায় বাজারে আসতে দেরি হচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে আইফোন এইট এর কিছু তথ্য ও ছবি ফাস হয়েছে বলে ধারনা।

এর আরো কিছু বৈশিষ্ট্য উঠে এসেছে, আগে ধারণা করা হয়েছিল screen এর মধ্যেই finger print sensor ব্যবহার করা হবে আইফোন এইট এ। কিন্তু ফাস হওয়া ছবিতে দেখা গিয়েছে ডিভাইসের পিছনে অ্যাপল লোগো র নিচে finger print sensor রাখা হয়েছে। অতীতের কথা হিসাবে এবারের ফোনের নাম হওয়ার কথা ছিল i phone 7s।তবে শুধু অপেক্ষা করতে হবে সেই ধারণা র আসল নাম কি নিয়ে বাজারে আসছে আইফোন কতৃপক্ষ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট