আজ উৎসবের রাখিতে চন্দ্র গ্রহণ


সোমবার,০৭/০৮/২০১৭
619

সালাম মোল্লা---

আজ উৎসবের রাখিতে লেগেছে চন্দ্র গ্রহণ। আজ রাখি পূর্ণিমা উৎসব, ৯বছর পর একই দিনে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজ রাখি উৎসব এর সাথে চন্দ্র গ্রহণ ও। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা উৎসব হয়। এই বছর রাখি পূর্ণিমা মার গুরুত্ব আলাদা। ঠিক ৯ বছর আগে এই দিনে চন্দ্র গ্রহণ হয়ে ছিল।

সত্যি কি গর্ভবতী নারী র উপর এফেক্ট পড়ে চন্দ্র গ্রহণের। জ্যোতিষ শাস্ত্র মতে আজ চন্দ্র গ্রহণ লাগবে রাত ১০:৩৩মিনিটে এবং ছাড়বে রাত ১২:৪৮ মিনিটে। ভদ্র কাল শুরু হবে সকাল ১১:০৪ মিনিটে এবং শুতাক শুরু হবে ১:৪০মিনিট নাগাদ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট