আকাশ ছোঁয়া ‌ডিসকাউন্ট আমাজন ফ্লিপকাটে !!


মঙ্গলবার,০৮/০৮/২০১৭
2571

সালাম মোল্লা---

GST তাণ্ডবে এবার দেশ জুড়ে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে আমাজন, ফ্লিপকাট, স্নাপডিল সহ বিভিন্ন ই-কমাস সাইট। আগে যে ছাড় ছিল তার থেকে আরো বেশি ছাড় দিতে চলেছে এই সাইট গুলো।
স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্লিপকাটে চলবে ৯ই আগস্ট থেকে ১১ই আগস্ট পর্যন্ত চলবে “দ্য বিগ ফ্রিডম সেল। যেখানে স্মার্ট ফোন সহ, ইলেকট্রনিক গ্যাজেটস, ফ্যাশানের সামগ্রী ইত্যাদির উপর পাবেন ৭১%ছাড়। এছাড়াও এইচডিএফসি ক্রেডিট কার্ডের ক্রেতারা পাবেন অতিরিক্ত ছাড়।


এদিকে ” গ্রেট ইন্ডিয়ান সেল ” দিচ্ছে আমাজন ৯ই আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত। এখানে ও ক্রেতারা পাবেন আইফোন, স্মার্ট ফোন, ওয়াশিং মেসিন, এসি, ফ্রিজ, টিভির মত নানা সামগ্রী। তাই এখনই পূজোর সাজে মেতে উঠার জন্য আমাজন, ফ্লিপকাটে এর এই মন মাতানো অফার গু‌লো সাদরে গ্রহণ করুন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট