মানুষের নুতন করে জীবন ধারণের বা পুনরুজ্জীবনের জন্য এক অসাধ্য সাধন করে দেখালেন এক বাঙালি বিজ্ঞানী। বিজ্ঞানী চন্দন সেনের এই টিস্যু ন্যানো ট্রান্সফেকশন (TNT) আবিষ্কার মেডিসিনের জগতে এক নুতন নজীর তৈরী করল।
বিজ্ঞানী বলেন যে এই প্রযুক্তির দ্বারা শারীরিক অঙ্গ, রক্তনালী, নার্ভ কিংবা রক্ত কোষে যদি কোনও সমস্যা দেখা যায় তাহলে ওই ক্ষতিগ্রস্ত কোষটি সেকেন্ডে র মধ্যে সারানো সম্ভব হবে।
আসলে এই নুতন আবিষ্কারের মধ্যে দিয়ে মনুষ্য জীবনের অবিচ্ছেদ্য অংশ গুলি থেকে নুতন কোষ তৈরী হওয়ার এক প্রশস্ত জায়গা পাওয়া যায় যেখানে সহজেই কোষ তৈরি হতে পারে।
Auto Amazon Links: No products found.