চলে গেলেন অভিনেতা সীতারাম পাঞচাল


শনিবার,১২/০৮/২০১৭
971

‌ডি‌জিটাল ডেক্স---

অবশেষে হেরে গেলেন অভিনেতা সীতারাম পাঞচাল। দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনি র সমস্যায় ভুগছিলেন অভিনেতা। শেষ পর্যন্ত আজ সকাল ৭ টার সময় মুম্বইয়ের নিজের বাড়িতে মৃত্যুর কাছে হেরে গেলেন অভিনেতা সীতারাম পাঞচাল। বয়স হয়েছিল ৫৬ বছর, এই বয়সেই ক্যান্সারের কাছে হার মানতে হল অভিনেতার।

বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৯৪ লালারাম চরিত্রে অভিনয় করেছেন- “ব্যান্ডেট কুইন” সিনেমায়। ২০১০ এ পিপলি লাইভ-এ ভাইঠাকুর এবং এই বছরে জলিএলএলবি টু-তে সীতারামের চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয় আরো বিভিন্ন ছবিতে তিনি মনকাড়া অভিনয় করেছেন। লজ্জা, হল্লা বোল, দ্য লেজেনড অব ভগৎ সিং, পান সিংহ তোমার ইত্যাদি ছবিতে তিনি অসাধারণ অভিনয় করেছেন। সবকিছুই শেষ করে তিনি আজ সকল ভক্তদের সঙ্গ ত্যাগ করে চলে গেলেন অভিনয়ের জগৎ ছেড়ে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট