স্যোসাল মি‌ডিয়া ভাইরাল-মনীষীদের মহাউক্তি


শনিবার,১২/০৮/২০১৭
1034

‌ডি‌জিটাল ডেক্স---

বেশ কয়েকদিন চুপ ছিলাম । আসলে একটু দ্বিধায় আছি।
একটু নয়, ভীষন রকম confused আছি । কারণটা হলো-মনীষীদের মহাউক্তি ।
একটু ভেঙেই বলি বরং…

এক, দুই করে সাজিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে ।

1. একজন বলেছেন —
দশে মিলি করি কাজ,
হারি জিতি নাহি লাজ।
এই শুনে কাজ করার জন্য যেই লোক-টোক জোটালাম,অমনি আর একজন ফস্ করে বলে বসলেন—-
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
কোনটা শুনবো, কোনটা মানবো!

2. একটা বাণী ছোটবেলায় সবাই শুনেছে—
সদা সত্য কথা বলিবে।
এই শুনে যেই সত্যবাদীতার পাঠ নিতে শুরু করলাম, আর একজন বললেন–
— কদাচ অপ্রিয় সত্য কথা বলিও না।
সত্য বলবে তাও বাছবিচার!

3. কেউ বলেছেন—
সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎসঙ্গে নরকবাস।
এই শুনে যেই যতো বিটকেল ছেলের সঙ্গে মেশা বন্ধ করলাম,
কে একজন বললেন–
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
কি সব্বোনেশে কথা! মানে ভাল ছেলেদের সর্বদা বদ ছেলেদের সঙ্গেই চলাফেরা করা উচিত ।

4. কেউ বলেছেন—
পড়াশোনা করে যে,
গাড়ীঘোড়া চড়ে সে,
চমৎকার কথা। মুখ গুঁজে,কোমর বেঁধে বসে পড়লাম পড়াশোনা নিয়ে, Audi গাড়ী চড়া যাবে ভেবে । ব্যাস, অমনি আর একজন বললেন–
পড়বি,শুনবি,থাকবি দুঃখে, মৎস্য মারিবি, খাইবি সুখে।
মানে পড়াশোনা না করে, ওই সময়টা মাছ-টাছ ধরো, ফুর্তি-ফার্তা করো, সুখে থাকবে।

5. কেউ বলেছেন—
চুরি করা মহাপাপ।
কেউ বললেন—
চুরি করা মহাবিদ্যা,
যদি না পড়ো ধরা।
জয় জগন্নাথ।

6. একজন বললেন—
দারিদ্র মানুষের জীবনে
এক মহা অভিশাপ,
সত্যিই তো। এর মধ্যে আর এক কবি বলে বসলেন–
হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান।
তাহলে ভেবে দেখুন,
গরীব না বড়লোক–
কি হওয়া উচিত !!!

7. পৃথিবী টাকার বশ,
সবাই জানে, সবাই মানে।
আবার রামকৃষ্ণদেব বললেন–
টাকা মাটি, মাটি টাকা।
কি বিপদ — কি করা যায় ? নিন্দুকেরা অবশ্য এই বাণীকে অন্যভাবে প্রচার করে, জমি-টমি কেনার কথা বলে।
যাক no বিতর্ক।

8. একজন বললেন–
চোরের মায়ের বড় গলা,
আর একজন বললেন-
চোরের মা লুকিয়ে লুকিয়ে কাঁদে।
কি সাংঘাতিক পরস্পর বিরোধী কথা !! বলুন তো !!

( স্যোসাল মি‌ডিয়া ভাইরাল , পোষ্ট‌টির সত্যতা বাংলা এক্স‌প্রেস যাচাই ক‌রে নি , স্যোসাল মি‌ডিয়ার বি‌ভিন্ন ভাইরাল পোষ্ট কে জনসাধারন‌কে জানা‌নোই মূল উদ্দেশ্য )

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট