স্যোসাল মি‌ডিয়া ভাইরাল-মনীষীদের মহাউক্তি

বেশ কয়েকদিন চুপ ছিলাম । আসলে একটু দ্বিধায় আছি।
একটু নয়, ভীষন রকম confused আছি । কারণটা হলো-মনীষীদের মহাউক্তি ।
একটু ভেঙেই বলি বরং…

এক, দুই করে সাজিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে ।

1. একজন বলেছেন —
দশে মিলি করি কাজ,
হারি জিতি নাহি লাজ।
এই শুনে কাজ করার জন্য যেই লোক-টোক জোটালাম,অমনি আর একজন ফস্ করে বলে বসলেন—-
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
কোনটা শুনবো, কোনটা মানবো!

2. একটা বাণী ছোটবেলায় সবাই শুনেছে—
সদা সত্য কথা বলিবে।
এই শুনে যেই সত্যবাদীতার পাঠ নিতে শুরু করলাম, আর একজন বললেন–
— কদাচ অপ্রিয় সত্য কথা বলিও না।
সত্য বলবে তাও বাছবিচার!

3. কেউ বলেছেন—
সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎসঙ্গে নরকবাস।
এই শুনে যেই যতো বিটকেল ছেলের সঙ্গে মেশা বন্ধ করলাম,
কে একজন বললেন–
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
কি সব্বোনেশে কথা! মানে ভাল ছেলেদের সর্বদা বদ ছেলেদের সঙ্গেই চলাফেরা করা উচিত ।

4. কেউ বলেছেন—
পড়াশোনা করে যে,
গাড়ীঘোড়া চড়ে সে,
চমৎকার কথা। মুখ গুঁজে,কোমর বেঁধে বসে পড়লাম পড়াশোনা নিয়ে, Audi গাড়ী চড়া যাবে ভেবে । ব্যাস, অমনি আর একজন বললেন–
পড়বি,শুনবি,থাকবি দুঃখে, মৎস্য মারিবি, খাইবি সুখে।
মানে পড়াশোনা না করে, ওই সময়টা মাছ-টাছ ধরো, ফুর্তি-ফার্তা করো, সুখে থাকবে।

5. কেউ বলেছেন—
চুরি করা মহাপাপ।
কেউ বললেন—
চুরি করা মহাবিদ্যা,
যদি না পড়ো ধরা।
জয় জগন্নাথ।

6. একজন বললেন—
দারিদ্র মানুষের জীবনে
এক মহা অভিশাপ,
সত্যিই তো। এর মধ্যে আর এক কবি বলে বসলেন–
হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান।
তাহলে ভেবে দেখুন,
গরীব না বড়লোক–
কি হওয়া উচিত !!!

7. পৃথিবী টাকার বশ,
সবাই জানে, সবাই মানে।
আবার রামকৃষ্ণদেব বললেন–
টাকা মাটি, মাটি টাকা।
কি বিপদ — কি করা যায় ? নিন্দুকেরা অবশ্য এই বাণীকে অন্যভাবে প্রচার করে, জমি-টমি কেনার কথা বলে।
যাক no বিতর্ক।

8. একজন বললেন–
চোরের মায়ের বড় গলা,
আর একজন বললেন-
চোরের মা লুকিয়ে লুকিয়ে কাঁদে।
কি সাংঘাতিক পরস্পর বিরোধী কথা !! বলুন তো !!

( স্যোসাল মি‌ডিয়া ভাইরাল , পোষ্ট‌টির সত্যতা বাংলা এক্স‌প্রেস যাচাই ক‌রে নি , স্যোসাল মি‌ডিয়ার বি‌ভিন্ন ভাইরাল পোষ্ট কে জনসাধারন‌কে জানা‌নোই মূল উদ্দেশ্য )

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

3 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

3 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

3 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

3 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

3 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: