পরীক্ষা নিয়ে এক ছাত্রের প্রস্তাব School Inspector কে
School Inspector – তোমাদের পড়াশুনো কেমন চলছে?
ভাল Sir.
পড়াশুনোর মধ্যে কোনটা তোমাদের কাছে সব চাইতে interesting লাগে ?
Games period Sir.
Fine, আর কোনটা সব থেকে boring?
পরীক্ষাটা, Sir.
Oh really! তাহলে তোমরা কেউ সাজেশন দাও কিভাবে পরীক্ষাটাকে interesting করা যায়।
ক্লাসের সবাই চুপ। শেষে পল্টু হাত তুলল।
Yes, my boy.
স্যার, আমি বাংলায় বলতে পারি?
বল, বল।
স্যার, টেস্ট ক্রিকেট বোরিং লাগা শুরু করেছিল বলে টোয়েন্টি টোয়েন্টি এসে যেমন ক্রিকেট কে ইন্টারেস্টিং করে দিয়েছে, পরীক্ষাটাকেও তেমন ভাবে ইন্টারেস্টিং করে দেওয়া যায় না কি?
বাঃ!! বল বল কি তোমার প্রস্তাব?
স্যার, তাহলে আমার প্রস্তাব শুনুন:
১. তিন ঘন্টার প্রথম পয়তাল্লিশ মিনিট হবে পাওয়ার প্লে, তখন স্যারেরা ক্লাশের বাইরেই থাকবেন।
২. পাওয়ার প্লে শেষ হবার পরের পয়তাল্লিশ মিনিটে ওভার রেস্ট্রিকশন থাকবে – মানে, একজন স্যার চারবারের বেশি পরীক্ষা ঘরে ঢুকতে পারবেন না।
৩. যদি ভূল করে ঢুকে পড়েন তাহলে ফ্রী হিট হবে অর্থাৎ একটা প্রশ্নের উত্তর তাঁকে সবাইকে ডিক্টেশন করে দিতে হবে।
৪. এছাড়া স্যার প্রতি এক ঘন্টার শেষে পাঁচ মিনিট করে স্ট্র্যাটেজিক টাইম আউট হবে, যখন ছাত্ররা নিজেদের প্রয়োজন মত আলোচনা করে নিতে পারবে।
আর স্যার শেষ প্রস্তাব, এটা ভীষণই ইন্টারেস্টিং:
৫. প্রতি ৩০ মিনিট অন্তর অন্তর পাশের গার্লস স্কুলের মিতা, রুমা, সায়ন্তনীরা পরীক্ষার হলে এসে চিয়ার লিডার সেজে নাচবে।
শেষ খবর অনুযায়ী Inspector স্যার হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন
( স্যোসাল মিডিয়া ভাইরাল , পোষ্টটির সত্যতা বাংলা এক্সপ্রেস যাচাই করে নি , স্যোসাল মিডিয়ার বিভিন্ন ভাইরাল পোষ্ট কে জনসাধারনকে জানানোই মূল উদ্দেশ্য )
Auto Amazon Links: No products found.