নেই বৃষ্টি, তবুও ব্ন্যার হাত থেকে রেহাই নেই


রবিবার,২০/০৮/২০১৭
683

আকাশ মুখের দিকে তাকালেও নদী যেন সর্বনাশা দেবী। বৃষ্টি থেমেছে কিন্তু গঙ্গা ও মহানন্দার জল বন্যা পরিস্থিতি কে আরও খারাপ জায়গায় নিয়ে নিয়ে এল।

সেচ দফতরের সূত্রে খবর এমনটাই গঙ্গার জল কিছু কম থাকলেও মহানন্দার জল বিপদ সীমার প্রায় ২ মিটার উপর দিয়ে বইছে। তাই আতঙ্কের আর সীমা রইল না মালদহ ইংরেজ বাজার ও পুরাতন মালদহ শহরের বাসিন্দারা। ইংরেজ বাজার শহরের ১,২,৩,৮,৯,১২,১৩ ও ২২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় নুতন করে প্লাবন দেখা দিয়েছে। জল ঢুকেছে পুরাতন মালদহ শহরের বেশ কিছু ওয়ার্ডে। প্লাবিত হচ্ছে হরিশ্চন্দ্রপুর, চাচল, রতুয়া, গাজলের বেশ কিছু এলাকায় এখনও চলছে বন্যার তান্ডব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট