বন্দী দশা


মঙ্গলবার,২২/০৮/২০১৭
1042

বন্দী দশা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

অন্ধজনে দুঃখ করে কহে
বন্দী টিয়া পাখিরে
তোমার আমার একই দশা।
টিয়া কহে কেন?
আমার তো দুখানি
চোখ আছে ভাই
তোমার দুটি কোথায়।
অন্ধজনে কহে
চোখতো নেই বুঝলাম ভায়া
ঘুরতে পারি এদিক ওদিক বেশ।
আর তুমিতো ভায়া
চোখ থাকতে রয়েছো
খাঁচায় বন্দী দশায় বেশ।
তুমিতো ভায়া দেখলে নাকো
ধরণীর ঐ সুন্দর রূপ।
দেখবে কি করে
তুমিতো ভায়া আছো খাঁচায় বেশ।
আমিতো কেবল ঘুরতে পারি
নাইকো দেখি দেশ।
তবে এবার বুঝলে ভায়া
তোমার আমার কেশ।
দুঃখ করে কহে পাখি
চোখ খুলিয়ে দিলে মোর ভাই
যেমন করে হোকনা কেন
মুক্ত হবো বেশ।
পরাধীনের গ্লানি হতে
মুক্ত হয়ে উড়বো তিপান্তরে।
দেখবো এবার জগৎ টাকে
নিজ নয়ন যুগলে।
কইবো তোমারে প্রাণ খুলে
দেখবে তোমার অন্তর নয়নে।
হেসে কহে অন্ধজনে
তোমার এবার চোখ খুলেছে
আমার এবার সাথী মিলেছে
বাঁচবো এবার দুইজনে মজা করে বেশ।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট