ত্রিকোণ প্রেমের পরিনতি গুলি বর্ষণ


শুক্রবার,২৫/০৮/২০১৭
1869

নিজস্ব সংবাদদাতা: আচমকাই গুলি। চায়ের দোকানে চা খাচ্ছিল সেখ বাসার নামের বছর কুড়ির যুবক। এমন সময় হঠাৎ বাইক চালিয়ে এসে এক আততায়ী ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু ঠিক ঠাক গুলি না লাগায় দৌড়ে পালিয়ে যায় বাসার। ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল রোডের কাছে পোদরা মোড়ে। প্রথম গুলি লক্ষ ভ্রষ্ট হলে তারপর আবার দুটি গুলি করে আততায়ী। ঘটনায় খুব উত্তেজনা ছড়ায়। ঘটনার পর পরই বাইক নিয়ে পালিয়ে যায় ওই আততায়ী। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় সেখ বাসার ও সেখ জালাল গাজী দুজনেরই বাড়ি নাজির গঞ্জের মাঝের পাড়ায়।

দুজনেই এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। যা নিয়ে বেশ কিছু দিন দুজনের মধ্যে ঝামেলা হয়। আর এই কারণেই সেখ জালাল গাজী সেখ বাসার গাজীকে লক্ষ্য করে গুলি চালায়। তার পরই সেখ বাসার থানায় অভিযোগ দায়ের করে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট