জানেন কি প্রতি দিন লক্ষ লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হচ্ছে


শনিবার,২৬/০৮/২০১৭
1231

‌ডি‌জিটাল ডেক্স---

ডি‌জিটাল ডেক্স: ফেসবুক সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে যে প্রতি দিন প্রায় ১০ লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হচ্ছে। তবে কেন এই সিদ্ধান্ত। জালিয়াতি, চিট, গুজব, ঘৃণা – বিদ্বেষ ও স্প্যাম ছড়ানো বন্ধ করতে প্রতিদিন ১০ লক্ষ করে অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। সারা বিশ্ব জুড়ে ২০০কোটির ও বেশি ফেসবুক ইউজার আছে। সুতরাং এত অ্যাকাউন্ট এর মধ্যে কত রকমের কথোপকথন, ভিডিও আর ও অন্যান্য নানা বিষয় শেয়ার করছে তার পুরোটাই নাগালে আনা অনেক টাই কষ্ট কর।

সুতরাং কখনো কখনো দেখা যাচ্ছে অনেক সময স্পর্শ কাতর কিছু ভিডিও বা টেক্সট সংস্থার নজরে আসে না। আর যে গুলি হয়ে দাঁড়ায় অনেক টা সমস্যা জনক। তাই এত বেশি অ্যাকাউন্টের সঙ্গে সব কিছু বজায় রেখে ফেসবুক সংস্থার এগিয়ে চলা অসম্ভব হয়ে পড়েছে। তাই কিছু অ্যাকাউন্ট ব্লক করে দিতে বাধ্য হচ্ছে ফেসবুক সংস্থা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট