দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ফলের চারা বিতরন


শনিবার,২৬/০৮/২০১৭
546

দাগনভূঞা প্রতিনিধি, বাংলা‌দেশ : দাগনভূঞার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে হীরাপুর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলের চারা বিতরন অনুষ্ঠান বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা। সোসাইটির সহ-সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ আবদুল্যাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন, সহকারি শিক্ষা অফিসার শহীদুল ইসলাম হাজারী, হীরাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, ম্যানিজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম আরিফ মেম্বার, সোসাইটির কোষাধ্যক্ষ সাংবাদিক কাজী ইফতেখার, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফ উল্যাহ, যুব বিষয়ক সম্পাদক ফিজিও মোঃ ফখরুল ইসলাম, দৈনিক ফেনী প্রতিদিন প্রতিনিধি জুলফিকার আলম প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় আঙিনায় গাছ রোপন উদ্বোধন করে প্রায় শতাধিক শিক্ষার্র্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরন করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট