অর্থের জন্যই ছেলের হাতে কোপ খেল বাবা মা


সোমবার,২৮/০৮/২০১৭
532

সালাম মোল্লা, উত্তর ২৪ পরগনা, বাংলা এক্স‌প্রেস: অর্থ কেড়ে নিতে গেল জীবন। যে বাবা মা সন্তানকে জন্ম দিল লালন পালন করল অর্থের কারনেই সেই ছেলের হাতে কোপ খেতে হল বাবা মা কে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরার আড়বেলিযা এলাকার ঘটনা। ঘর নেই ঘর এসেছে ইন্দিরা আবাস যোজনার ঘর। যার জন্য টাকা পেয়েছে ৫০ বছরের মাসুরা বিবি। ওই টাকার দিকেই নজর ছিল ছেলে সাহেব আলি র। পেশায় রাজমিস্ত্রি। সে নিজে তৈরি করবে বড় মাপের বাড়ি। তাই মায়ের ওই টাকার দিকেই নজর ছিল ছেলের। যা নিয়ে বেশ কিছু দিন মায়ের সাথে ঝামেলা করে ছেলে সাহেব আলি।

শুক্রবার বাড়ি ফিরে টাকা চায় সাহেব আলি। কিন্তু টাকা না দেওয়ায় তখনই কোপাতে শুরু করে ছেলে। ঠেকাতে গেলে রেহাই পায়নি বাবাও। আশংকা জনক অবস্থায় মাসুরা বিবি হাবরার স্থানীয় হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে ট্রান্সফার করা হয় কলকাতার হাসপাতালে। তবে ছেলে এখনও অধরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট