আশ্চর্য হলেও সত্যি-প্রিয়া মন্ডলের চোখ তিনটি


সোমবার,২৮/০৮/২০১৭
555

সালাম মোল্লা, উত্তর ২৪ পরগনা, বাংলা এক্স‌প্রেস: চোখ মানুষের দুটি। কিন্তু প্রিয়া মন্ডলের চোখ তিনটি। হাঁ আশ্চর্য হলেও সত্যি। মানুষের চোখ দুটি। কিন্তু তিনটি চোখ আছে মানুষের এটাই সোনা মাত্রই অবিশ্বাস দানা বাঁধে মনে। কিন্তু এটাই সত্যি। নাম প্রিয়া মন্ডল। বাবার নাম তারিনী মন্ডল। বীরভূম জেলার বাসিন্দা তারিনী মন্ডলের ছোট্ট ক্লাস ফোরের মেয়ে যার বাইরে থেকে দুটি চোখ লক্ষ্য করা গেলেও কাজের মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে তার তিনটি চোখ। চোখ বন্ধ করে বা চোখে কাপড় বেঁধে সে অনায়াসে বই পড়তে পারে। পড়তে পারে পেপার। রং করতে পারে ক্যানভাসে।

এমনকি চোখ বন্ধ করে সে অনায়াসে রাস্তাও চলতে পারে। প্রিয়া মন্ডলের দেওয়া তথ্য থেকে জানা গেছে যে তার চোখ বন্ধ থাকলেও সব কিছু তার চোখের সামনে ভেসে ওঠে। এটা অতি আশ্চর্য কিন্তু এটাই সত্যি। যা নিয়ে বাখ্যা বিশ্লেষণ শুরু হল বিজ্ঞান মঞ্চে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট