রাজারহাটের শিখরপুর আদর্শ শক্তি সংঘ, আট দলীয় একদিনের নকআউট ফুটবল ম্যাচ


মঙ্গলবার,২৯/০৮/২০১৭
931

সত্য‌জিৎ মন্ডল, রাজারহাট, উত্তর ২৪ পরগনা: রাজারহাটের শিখরপুর আদর্শ শক্তি সংঘ, রবিবার আট দলীয় একদিনের নকআউট ফুটবল খেলার আয়োজন করে। সংঘের প্রাক্তন সম্পাদক ও সভাপতি স্বর্গীয় বলাইচন্দ্র নস্কর মহাশয়ের স্মরণে এদিনের ফুটবল ম্যাচ। খেলার শুভ সূচনা করেন ভারতীয় জাতীয় দলের ফুটবলার রহিম নবি। এছাড়া উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মহাশয়, এবং ভারতীয় হকি দলের প্রাক্তণ প্রশিক্ষক জগরিত সিং। এদিনের খেলায় প্রথম পুরষ্কার ছিল নগদ বিশ হাজার টাকা, দাতা সনত নস্কর এবং স্বর্গীয় বলাই নস্কর স্মৃতি টফি, দাতা সুযোগ্য পুত্রদয় বিভাষ নস্কর ও বিকাশ নস্কর। দ্বিতীয় পুরুষ্কার হিসাবে ছিল নগদ ১৬ হাজার টাকা দাতা ধ্রুবপ্রসাদ রায় এবং স্বর্গীয় রাধানাথ স্মৃতি টফি দাতা বিশ্বজিৎ নস্কর।

উদ্বোধক রহিম নবী বলেন এমন খেলা কে সর্বদা স্বাগত জানায়। আমার খুব ভালো লাগলো এখানে এসে। এখানে এসে কোচিং করাতে পারলে খুব ভালো লাগবে। বিশেষ অতিথি প্রবীর কর বলেন আমি সর্বদা খেলা পছন্দ করি। এরকম যেকোন খেলায় আমাকে পাশে পাবেন। রাজারহাট পঞ্চায়েত সমতির পক্ষ থেকে সকল প্রকার সাহায্য করা হবে। সম্পাদক দেবাশিষ নস্কর, সভাপতি চিত্তরঞ্জন নস্কর এবং প্রধান পৃষ্টপোষক হিমাংশুপ্রসাদ রায় একত্রিত বলেন আমরা খুবিই খুশি, শান্তি পূর্ণ ভাবে খেলাটি শেষ করতে পেরেছি। সংঘের সকল সদস্য এবং রাজারহাট পুলিশ প্রশাসন কে সহযোগিতার জন্য ধন্যবাদও জানান। হাজার হাজার ফুটবল প্রেমী বৃষ্টি তাপ মাথায় নিয়ে এদিনের ফুটবল ম্যাচ উপভোগ করলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুব্রত নস্কর।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট