নিজস্ব সংবাদদাতা: প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের ৮ই নভেম্বর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। বাতিল করেন পুরনো নোট। আর এই সুবাদে পুরনো ৫০০,১০০০ টাকার নোট বাতিল হবার সাথে সাথে বাজারে আসে নুতন ৫০০,ও ২০০০ টাকার নোট। কিন্তু ফিরে আসেনি ১০০০ টাকার নোট। অবশেষে বাজারে আসছে নুতন ১০০০ টাকার নোট। ৫০, ২০০ টাকার পর এবার নুতন ১০০০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে বাজারে ছোট ছোট নোট আনার।
৫০, ২০০পর তাই নুতন ১০০০ টাকার নোট। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে নুতন ১০০০ টাকার নোট ছাপার কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসে তা বাজারে আসবে বলে এমনটাই জানা যাচ্ছে।
Auto Amazon Links: No products found.