জানুন কিভাবে ফোনের চার্জ ধরে রাখবেন


বুধবার,৩০/০৮/২০১৭
1410

‌ডি‌জিটাল ডেক্স: এখন আমাদের কাছে নানা রকম স্মার্ট ফোন। যাতে আছে নানা টেকনোলজি, নানা গেম, ও নানা ধরনের অ্যাপ। যার কারণে ফোনের চার্জ ধরে রাখাটা একটু অস্বাভাবিক হয়ে যায়। তো কিভাবে সেভ করবেন ফোনের চার্জ দেখেনিন।

বন্ধ রাখতে হবে ব্লু টুথ, ওযাইফাই। অনেকে সময় ইন্টারনেট কানেকশন অফ থাকলেও ওযাইফাই অন থাকে। যত কম পারেন ফোনের কি ব্যাটান কম প্রেশ করে ডিসপ্লে কম অন করুন। কেননা যতবার ফোনের ডিসপ্লে অন করবেন ততবার ব্যাটারি হ্রাস পাবে। আবার পুরোপুরি ফোন অফ না করে ফোন এযার প্লেন মুডে রাখুন। এতে কর কল বা ম্যাসেজ না আসলেও ফোন চালু থাকবে। ইমেইল ও অন্যান্য অ্যাকাউন্ট সিংক করা থাকে। ফলে সবসময় পুশ নোটিফিকেশন আসে। আর এটা বন্ধ করে চার্জ ধরে রাখতে পারেন। তাছাড়া ফোনের বেরাইটনেস যত বেশি থাকে তত বেশি চার্জ নষ্ট হয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট