ট্রান্সকুইন ইন্ডিয়া খেতাব জিতে ইতিহাস গডল কলকাতার মডেল নিতিশা


বুধবার,৩০/০৮/২০১৭
1075

হাই হিল পরিহিতা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি কোনও দিন গ্লিটজ অ্যান্ড গ্ল্যামারের মঞ্চে এভাবে হেঁটে বেড়াবেন কলকাতার নিতিশা। আজ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেও নিজেদের সৌন্দর্য নিয়ে কোন এত প্রশংসা পাবেন এটা সত্য তো দূরের কথা কোন দিন স্বপ্নেও ভাবেননি নিতিশা। আত্মবিশ্বাস, আত্মমর্যাদা নিয়ে তিলে তিলে ট্রান্সকুইন বিউটি প্রেজেন্টে কাঁপিয়ে তুলবেন তারা এটা স্বপ্নেও কোনদিন ভাবেননি তারা।

ভারতের ট্রান্সকুইন হওয়ার স্বপ্ন দেখেছিলেন দেড় হাজার প্রতিযোগি। তাদের মধ্য থেকে বাছা হয় কুড়ি জনকে। কেউ কুড়ির ঘরে পা দিয়েছেন, কেউ বা পঞ্চাশের কোটায়, কেউ ছাত্রী, কেউ পেশায় আইনজীবী আবার কেউ বা প্রাক্তন যৌন কর্মী। এক সপ্তাহ ধরে বিশেষজ্ঞদের গুরুমিংযের পর আসে সেই সন্ধ্যা। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ” ডোন্ট বি আ ড্রাগ, জাস্ট বি আ কুইন”। তখন তালে তালে পা ফেলে মঞ্চে হেঁটে চলেছেন ট্রান্সকুইনরা। তখন নিজের স্বপ্ন পূরণের জন্য সবাই মনে মনে আশাবাদী হয়ে উঠছেন। আর তখন প্রতিযোগিতা শেষে ট্রান্সকুইন খেতাব জিতে নিলেন কলকাতার নিতিশা বিশ্বাস।

নিতিশার জয়ের এই সাফল্য ২০১৮সালের মার্চে তাইল্যানডের মিস ইন্টারন্যাশনাল ট্রান্সকুইন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। লেখা হল নুতন ইতিহাস। প্রথম রানার্স আপ হয়েছেন মণিপুরের লইলই হারোঙ্গবাংম ও দ্বিতীয় রানার্স আপের খেতাব জিতেছেন তামিল নাডুর রাগাসিযার মাথায়।

সব কিছুর মাঝেই ২৬ বছরের নিতিশার মাথায় বিজয়ীর মুকুট তুলে দেন মিস ট্রান্সসেকসুযাল ইন্টারন্যাশনাল আলিযা ২০১৭ লাটেসিযা ফিলিসিযা রভিনা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট