ভন্ড সাধু ও মৌওলানা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
ধর্মের নামে চলছে প্রতারণা দিকবিদিকে
কেউ সেজেছে সাধু কেউ বা মৌওলানা ।
নিজ স্বার্থ সিদ্ধির কারনে
অর্থের লোভে লালায়িত তারা।
লুটের ব্যাবসার মোড়ক পরিয়েছে
সাধু বা মৌওলানার বেশে।
অবোলা অসহায় মানব বুঝিবে কেমনে
তাদের বেশভুষা আচরণ দেখে
কোনটি আসল সাধু বা মৌওলানা।
দানের নামে অর্থ উপার্জন করে তারা।
কখনও ঈশ্বরের ভয় দেখিয়ে
মানবের দুর্বল হৃদয়ে আক্রমন করে
উদ্যেশ্য কৌওশলে অর্থ উপার্জন করা।
কেউ বা নিজেকে ভগবান দাবি করে
একটু অর্থ ও শক্তি বৃদ্ধির কারনে।
হে মানব দেখে পা রেখো
নইলে পড়িবে ঐ ভন্ড সাধুও মৌওলানার কবলে।
অর্থের সাথে সাথে দুঃখ ও পাবে তখন
কহিবে হে ঈশ্বর বোকা বনেছি মোরা
রক্ষা করো মোরে
রাখো তোমার চরন তলে।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )
Auto Amazon Links: No products found.