রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি


শুক্রবার,০১/০৯/২০১৭
875

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

তুমি রবি জন্মিলে এই বাংলায়
মহিরুপে হলে বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
তোমারি জ্ঞানের আলোয় আলোকিত বিশ্ব।
বঙ্গ আজি মালা জপে তোমারি নামে।
কবি লেখে তাঁর কবিতা তোমারি স্মরণে।
ছাত্র ছাত্রী আজি গায়ে গান
তোমারি গানের সুরে।
তুমি দিলে শতশত
সমাজের লাগি।
তুমি যে রবি বুঝিয়ে দিলে
জ্ঞানের আলোর পুস্তকে ।
মহা বৃক্ষ রূপে তোমারি
ছায়া তলে আসে গুনিজন।
হৃদয় ভরিয়ে তোলে তাদের
কুজন মুখর কবিতাগুলি।
আর পরিবেশের টানে লেখা
গল্প উপন্যাস।
তোমারি জাতীয় সঙ্গীত স্বীকৃত দেশ বিদেশে
অভিনত মঞ্চে স্থান পেলো নাটক ও ছন্দ।
তোমারি ছন্দে ছন্দে মনের আনন্দে
লেখে কবি তাঁর কবিতা।
আজি বঙ্গ চিরো ধন্য
ধন্য আজি পৃথিবী
তোমার ই লাগি

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট