আখ্যান (৫) !…
রক্তকরবী
আজ আকাশের প্রথম প্রণয়ে,
ঘাসগন্ধ মেখে হলুদ গায়ে,
শুভা চলে ‘জল সইতে’ !
ফরিদা মন আঁকে চাঁদোয়ায়,
একটুকরো মেঘের আলপনায় !
জনঅরণ্যের মঞ্চ জুড়ে
বাজে ‘নান্দীমুখ’ মাঙ্গলিক,
আল্লা’ তাআলার দোয়ার সুরে !
আজ সাঁঝের পুণ্য লগ্নে,
‘না’ এর বেড়া ভেঙে,
শুভা পরে পরিণীতা কাজল
ফরিদার সুরমা টানে !
আজন্মের ভালোবাসা….
চুঁয়ে পড়ে বেলাশেষের আজানে !
‘মা’ পৃথিবী শোনো !…
তোমার মাটির অণুঘরে,
বেসুরো বেরঙা ধর্ম নয়,
বেপরোয়া জেহাদ নয়,
ঝড় তুলুক শাশ্বত প্রেম
অনন্ত মৈত্রীর ঝঙ্কার…
এ’ আমার….
প্রাণ-নিঙাড়ি ইন্তেজার !
…….রক্তকরবী ।।