দীর্ঘ পতিক্ষার পরে ভাবতা থেকে ভাদুড় রাস্তা নিমার্ন আবার শুরু হলো


শুক্রবার,১৫/০৯/২০১৭
860

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল বাংলা এক্সপ্রেস ভাবতা মুর্শিদাবাদ : ২৫ থেকে ৩০ বছর অপেক্ষার পরে রাস্তার উদ্বোধন হয়েছিলো বর্ষার কারনে কাজ থেমে গিয়েছিলো ।মনে আবার ভয় হচ্ছিলো যদি রাস্তার কাজ থেমে যায় তাহলে আবার বর্ষার কাদায় ভাবতা গ্রামের মানুষ কে হেঁটে যেতে হবে।এই কাদার কারনে ভাদুড়বাসী মুখ ফিরিয়ে নিয়েছিল অন্য গ্রামের রাস্তার দিকে তাই ভাবতা গ্রামের বাজারের বেচা কিনা একেবারে কমে গিয়েছিলো।মানুষের মনে দুঃখ দেখা দিছিলো কবে এর অবসান হবে।আবার বিভিন্ন গ্রামের মানুষ আসবে এই রাস্তা দিয়ে তার অপেক্ষার অবসান হবে বলে মনে হচ্ছে যেহেতু রাস্তার সঙ্গে জল নিকাসির ব্যাবস্থা কালভাট ও অনেক গুলি নির্মাণ হচ্ছে ।

এই রাস্তা ভাবতা থেকে ভাদুড় হয়ে কালিতলাই গিয়ে আমতলা গামী রাস্তায় মিলিত হবে।কাজেই বহু লোক আবার আসিবে এই ভাবতার গ্রামের রাস্তা দিয়ে।তাই ভাবতা ভাদুড় সহ কয়েকটি গ্রামের মানুষের আনন্দের সীমা নেই ।গ্রামের মানুষ কে আর কাদা রাস্তা দিয়ে হাঁটতে হবে না ।রাস্তা নির্মানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার সহায়তা করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট