রোহিঙ্গাদের জন্য ত্রাণের ব্যবস্থা করছে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত


শুক্রবার,১৫/০৯/২০১৭
643

‌তরিকুল ইসলাম, কলকাতা: অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল মাতিন সাহেব বর্তমানে মক্কা শরিফে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন বিশ্বে মানবতা আজ পদদলিত, রোহিঙ্গারা নির্যাতিত,অপমানিত, বিপর্যস্ত। বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই জনগোষ্ঠির সাহায্যার্থে বিশ্বের অনেক সংগঠন সামাজিক ভাবে কাজ করছে। সুতরাং নির্যাতিত-অসহায়রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে, তাদের প্রতিসাহায্যের হাত বাড়াতে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত ‘‘রোহিঙ্গা ত্রান তহবিল’’ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশের বক্স বাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হবে। এই উদ্যোগকে সফল করতে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত সকলের সাহায্য ও সহযোগিতা বিশেষভাবে কামনা করছে।

আপনাদের ক্ষুদ্র দান অসহায় নির্যাতিত-নিষ্পেষিত রোহিঙ্গাদের মুখে হাসি ফোটাতে পারবে। তাদের কষ্ট হয়তো কিছুটা লাঘব হবে।

Paytm & Oxigen No. – 8641856331

বিস্তারিত জানতে ফোন করুন-9647109481

আব্দুল মাতিন, সাধারন সম্পাদক, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট