প্রার্থনা


সোমবার,১৮/০৯/২০১৭
875

প্রার্থনা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

ঘর থাকতে ঘর হারা
ভিটে মাটি হারা দেশ হারা
আমরা এখন সর্বহারা।
প্রাণে বাঁচার সংশয়
কখন যেন প্রাণ কেড়ে নেবে
ঐ শিকারি পাখির মত করে
তাই চলেছি নিরাপদ আশ্ৰয়ের খোঁজে।
সুখ স্বাচ্ছন্দ বিলাসিতা নয়
একটু প্রাণে বাঁচার কারনে
দেশ হতে দেশান্তরে আশ্রয়ের খোঁজে
সমস্ত বিসর্জন দিয়ে এসেছি ঐ মায়ানমারের কোলে ।
অপরাধ আমরা রোহিঙ্গা মুসলমান।
শুনেছি মানব বাণী
জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর।
তবে আমরা কেমনে ব্যাতিক্রম।
প্রার্থনা ঈশ্বর রক্ষা করো মোদের
চাই আশ্ৰয় প্রাণে বাঁচার
মহান ব্যাক্তির দৃষ্টি যদি অর্পিত হয় মোদের উপর
বর্ষার বৃষ্টির মত করে
যাতে দূরীভূত হয় মনের জ্বালা
একটু প্রানে বেঁচে।
আসে চন্দ্রের আলোর সাথে সাথে
মৃদু মুসকান মোদের চোখে মুখে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট