মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল ,কান্দী মুর্শিদাবাদ : পথ দুর্ঘটনায় মৃত কান্দী ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতা হাসিবুর সেখের স্মরণ সভায় বক্তব্য রাখলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি মাসুদ করিম। তিনি বললেন “আমাদের কর্তব্য উনার পরিবারের পাশে থাকার। আমি ব্লক নেতৃত্বকে অনুরোধ রাখবো উনার পরিবারের পাশে থেকে তাঁর একমাত্র কন্যাকে এবং তাঁর স্ত্রীকে সমস্ত প্রকার সহযোগীতা করবেন। আমরা জেলা তৃণমূল যুব কংগ্রেস সর্বদা তাঁর পরিবারের পাশে আছি। হাসিবুর সেখ অমর রহে…. আমরা দলে তোমার অবদান এবং তোমাকে ভুলছিনা…ভুলবোনা”
Auto Amazon Links: No products found.