মুর্শিদাবাদ ভাবতা রেলগেটের গাড়ির জ্যাম নিত্য দিনের ব্যাপার


মঙ্গলবার,১৯/০৯/২০১৭
1389

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল,মুর্শিদাবাদ:  ভাবতা রেলগেটের ওভার বিরিজের কাজ চলতে চলতে যেন থেমে গেলো । ভাবতা রেলগেটের গাড়ির জ্যাম নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়ে ছিল তাই যাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের জ্যাম থেকে মুক্তি পাওয়া যায় সেই মত ভাবতা রেলগেটের উপর দিয়ে ওভার ব্রীজ নির্মানের কাজ শুরু হয়ে ছিলো । কিছু কাজ সম্পন্ন হয়ে উঠেছিল তার পর যেনো বেশ কিছুদিন ধরে প‌ড়ে রয়েছে কাজ বন্ধ হয়ে, তাই যাত্রীরা ভাবছে কাজ টি আবার কবে শুরু হবে আর এই রেলগেটের জ্যাম থেকে মুক্তি পাবে, সেই আসায় দিন গুনছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট