ঘোড়ার গাড়ির প‌রিবর্তন হ‌য়ে এখন টুক টুক গাড়ি


শনিবার,২৩/০৯/২০১৭
960

নিজস্ব সংবাদদাতা-মুর্শিদাবাদ : ঘোড়ার গাড়ি হইত মিউজিয়াম এ গিয়ে দেখতে হবে টুক টুক গাড়ি আসার কারনে । আগের সময় দেখা যেতো ভাবতা গ্রামের মধ্যে ঘোড়ার গাড়ির দেখা। মানুষ সাধারণত ঘোড়ার গাড়ি করে এক গ্রাম থে অন্য গ্রামে বেড়াতে যেতো।বিশেষ করে মহিলারা আর ঘোড়ার গলায় লাগানো থাকতো ঘন্টা যেটা বাজতো জুম জুম করে কচি ছেলেরা বেশ আনন্দ পেতো।অনেকে ঘোড়ার গাড়ি জেপে আনন্দ পেতো কিন্তু বর্তমানে টুক টুক গাড়ি আসার কারনে ঘোড়ার গাড়ির আর দেখাই পাওয়া যায় না ভাবতা গ্রামে । পরে চে মেয়েদের প্রশ্ন করলে বলতে পারবেনা ঘোড়ার গাড়ি কেমন দেখতে । তাই মিউজিয়াম গিয়ে ঘোড়ার গাড়ি দেখিয়ে নিয়ে আসতে হবে তখন হইত।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট