মায়ানমারের মুসলমানদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল


রবিবার,২৪/০৯/২০১৭
826

নিজস্ব সংবাদদাতা -মুর্শিদাবাদ : মায়ানমারের সেনাবাহিনী লাগাতার ভাবে সেই অঞ্চলের মানুষদের উপর খুন, ধর্ষণ, লুঠ চলছিল। ইতিমধ্যে সেই ভয়ানক পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে তারা বাংলদেশের সীমান্ত পেরিয়ে প্রায় চার লাখ মানুষ আশ্রয় নিয়েছে এবং প্রতিদিন গড়ে প্রায় ত্রিশ হাজার মানুষ ঢুকে পড়ছে বলে জানা গেছে। এই নিয়ে গোটা বিশ্ব যখন তোলপাড় চলছে, ।

এদিকে রবিবার ২৪/০৯/২০১৭ বেলা ৪ টা থেকে ভাবতা গ্রামবাসী ভাবতা কদমতলা থেকে চাপাপাড়া হয়ে ভাবতা রেলগেট হয়ে নিজ পাড়ার মহধ দিয়ে আসে ভাবতা বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করে মায়ানমারের মুসলিমদের হত্যা করার প্রতিবাদে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট